সদরপুরে জাটকা ইলিশ জব্দ, এক ব্যবসায়ীকে জরিমানা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ হাওলাদার লতিফুল হক, সদরপুর (ফরিদপুর): ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই মন জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার সকালে আকোট কালিখোলা বাজার ও পিঁয়াজখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ (ঙ) ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, সদরপুর থানার এএসআই মো. হিরু শেখ এবং স্থানীয় পুলিশ ও বাজার কমিটির সদস্যরা। সরকারি নিয়ম অনুযায়ী, ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। এর আগেও : ফরিদপুরের সদরপুর উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে এর আগেও আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান পরিচালনা করেছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের জানুয়ারি মাসে যাত্রাবাড়ী মৎস্য আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১,১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে এবং চার মাছ ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করে। এছাড়া, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ঝালকাঠির নলছিটিতে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাটকা নিধন বন্ধ, নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযানসহ সরকারের নানামুখী কঠোর ব্যবস্থাপনায় গত এক যুগে দেশে ইলিশ উৎপাদন প্রায় তিন লাখ টন বেড়েছে। SHARES আইন আদালত বিষয়: