মোঃ আলমগীর মোল্লা, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালের বিরুদ্ধে নারীলোভী ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাহাদুরসাদী ইউনিয়নের বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সুশীল সমাজ, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, সিরাজ-উদ্দৌলা দুলাল একাধিকবার নারী কেলেংকারিতে জড়িয়েছেন এবং তার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি (৫ ফেব্রুয়ারি) রাতে খলাপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে, যার ফলে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়। বক্তারা তার অপসারণের দাবি জানিয়ে বলেন, "এ ধরনের একজন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিরাট ক্ষতি করছে।"
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন বলেন, "একজন শিক্ষক সমাজের আদর্শ ব্যক্তি হওয়া উচিত, কিন্তু এই শিক্ষক নারীলোভী হওয়া অত্যন্ত লজ্জাজনক।"
এদিকে, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক বিভাষ কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।"
এর আগের ঘটনা:
গুরুতর অভিযোগের মুখে, ৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাটি বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিতে গুরুতর প্রভাব ফেলেছে, এবং এর ফলে এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত