নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার: বিশেষ অভিযানে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

 

জাহিদ খান, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মুকুল (৫৩) গ্রেফতার হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী থানার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, “মুকুলের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় দায়ের করা ১/২/২৫ নম্বর মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

গ্রেফতারকৃত মুকুল, নেওয়াশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এর আগের ঘটনা: নাগেশ্বরী রাজনৈতিক উত্তেজনা

২০ জানুয়ারি ২০২৫: নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও বিরোধী দলের সংঘর্ষ

২০২৫ সালের ২০ জানুয়ারি নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগ ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর থেকেই নাগেশ্বরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে বিভিন্ন অভিযান পরিচালিত হয়।

২৭ ডিসেম্বর ২০২4: নাগেশ্বরী থানায় মামলা দায়ের

২০২৪ সালের ২৭ ডিসেম্বর নাগেশ্বরী থানায় একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের হয়, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। সেই মামলার সাথে জড়িত থাকার কারণে মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।