বইমেলায় মুহাম্মদ নূরে আলমের ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’: ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বর্ণনা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ অনলাইন ডেস্ক : অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক ও গবেষক মুহাম্মদ নূরে আলমের লেখা গবেষণামূলক বই ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’। বইটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, সহিংসতা এবং রাজনৈতিক পটপরিবর্তনের ওপর আলোকপাত করেছে। বইটির প্রকাশনা সংস্থা ৩৬শে জুলাই থিঙ্কট্যাঙ্ক গ্রুপ জানায়, এতে আন্দোলনের নেপথ্যের ঘটনা, সংঘর্ষের বিবরণ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বিশদ আলোচনা রয়েছে। লেখকের ভাষ্যমতে, বইটি মূলত একজন সংবাদকর্মীর প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। বইয়ের মূল বিষয়বস্তু : ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ বইটিতে পাঁচটি অধ্যায়ের মাধ্যমে ২০২৪ সালের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করা হয়েছে। এতে আলোচিত হয়েছে: ছাত্র-জনতার আন্দোলন এবং এর সমন্বয়কারীদের বক্তব্য আন্দোলন চলাকালীন সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকা মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও প্রেক্ষাপট বইটিতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা ও পরবর্তী সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও বিশদ আলোচনা রয়েছে। পাশাপাশি, আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদির বইটিকে “জুলাই বিপ্লব ও গণহত্যার প্রামাণ্য দলিল” হিসেবে উল্লেখ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম বলেন, “মাত্র ৩৬ দিনে ছাত্র-জনতার গণআন্দোলন কীভাবে রাজনৈতিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল, তা এই বইটিতে উঠে এসেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ প্রামাণ্যগ্রন্থ।” লেখকের বক্তব্য : লেখক মুহাম্মদ নূরে আলম বলেন, “এই বইটি শুধুমাত্র ইতিহাস নয়, বরং বাস্তব অভিজ্ঞতা ও অনুসন্ধানের ভিত্তিতে রচিত গবেষণাধর্মী গ্রন্থ। পাঠকরা এটি পড়ে জুলাই-আগস্টের আন্দোলন সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবেন।” বইমেলায় পাওয়া যাচ্ছে কোথায়? : বইটি পাওয়া যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৯৬২ নম্বর স্টলে। প্রকাশক সংস্থা জানিয়েছে, বইটির প্রথম সংস্করণেই পাঠকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: