ফকিরহাটে ছাত্রশিবিরের ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

আব্দুল্লাহ সরদার, স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের ফকিরহাটে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব (সাংগঠনিক) থানা শাখা।গত শুক্রবার রাতে উপজেলার ডাকবাংলা মোড়স্থ ছাত্রশিবিরের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এসময় ফকিরহাট পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানা। বাগেরহাট সদর উত্তর (সাংগঠনিক) থানা শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান রনি। ফকিরহাট পূর্ব (সাংগঠনিক) থানা শাখার সাবেক সভাপতি শেখ ফরহাদ হোসেন, ইমরান হুসাইন, শেখ বাদশা, আনাস হুসাইন ।

উল্লেখ্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।