হেলাল শেখঃ
ঢাকার সাভারের গেন্ডা বাজারে "আমির এন্টারপ্রাইজ" নামের এক মুরগি ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ৭০টি মরা মুরগি।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫ইং) সকাল ১১টার দিকে সাভারের গেন্ডা বাজারে আমির এন্টারপ্রাইজ নসমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সরকার। এ অভিযানকালে ওই দোকান থেকে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়।
জানা যায়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যাওয়ায় তাকে না পেয়ে অন্য ব্যবস্থা নেয়া হয়। তবে মরা মুরগি বিক্রির দায়ে "আমির এন্টারপ্রাইজ"র ম্যানেজার ইয়ামিন হোসেনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত । একই সাথে ওই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত ম্যানেজার ইয়ামিন হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার সীসারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সরকার গণমাধ্যমকে বলেন, স্থানীয় ও ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তার জন্য তারা সহায়তা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত