লিটন রাজ, বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। সঞ্চালনায় ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার, কৃষিবিদ মো. মারফুদুল হক।
কৃষিবিদ ড. মুহাম্মাদ মাহবুবুর রশীদ, উপপরিচালক (প্রশাসন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন,
"গ্রামীণ জনপদের প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চয়তার লক্ষ্যে কৃষি অধিদপ্তর প্রশিক্ষণ ও সঠিক পরিচর্যার পরামর্শ দিয়ে কাজ করছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।"
কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক (শিক্ষা ও প্রশিক্ষণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বলেন,
"সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে তা নিশ্চিত করতে হবে। বড়াইগ্রামের কৃষকরা পতিত জমি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। আমরা তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি।"
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জনাব সাদেকুর রহমান, উপপ্রধান, প্রকল্প প্রস্তুতকরণ (পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা) এবং কৃষিবিদ মো. হাদিউর রহমান, মনিটরিং অফিসার, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প।
অনুষ্ঠানে বড়াইগ্রাম পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩৬ জন কৃষক ও ২৪ জন কৃষাণী অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি কৃষক সমিতি গঠনের গুরুত্ব সম্পর্কে জেনেছেন।
সরকারের "প্রতি ইঞ্চি জমি ব্যবহার" নীতির আওতায় বড়াইগ্রামে এ প্রকল্পের কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে কৃষক-কৃষাণীরা প্রশিক্ষণ নিয়ে আরও উৎপাদনশীল হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত