সোনারগাঁ পৌরসভায় গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ :

 

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভায় নতুন কমিটি গঠন করেছে। গত ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যরা ২১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণাপত্রে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জি: নাহিদ এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন স্বাক্ষর করেন।

 

নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উলফত কবির মাস্টার এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক। নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মো: ওয়াহিদুর রহমান মিল্কী এই কমিটির অনুমোদন নিশ্চিত করেছেন।

 

এটি গণঅধিকার পরিষদের সোনারগাঁ পৌরসভায় প্রথম কমিটি। এর আগে, নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা পর্যায়ে দলের কমিটি গঠিত হয়েছিলো। এই নতুন কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে এবং সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

গণঅধিকার পরিষদ ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্রমান্বয়ে তাদের অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন করছে।