নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক জনসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। প্রশাসন ও বিচার ব্যবস্থার ধ্বংস নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, "সংবিধানে যেসব অধিকার দেওয়া হয়েছে, তা নিশ্চিত করা শাসকদের দায়িত্ব। এটি দয়ার দান নয়। দেশের নাগরিকদের অধিকার পাওয়ার অধিকার রয়েছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা।"
তিনি আরও বলেন, সমাজে কোনো ধরনের বৈষম্য রাখা উচিত নয়।
নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে এখানে ৭২ ফিট লম্বা ব্যানার টাঙানো হয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আযমের প্রবেশ নিষিদ্ধ।"
তিনি শামীম ওসমানের বক্তব্য ও কার্যকলাপের সমালোচনা করে বলেন, "সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। দাম্ভিকতার ফল দুনিয়াতেই করুণ হয়।"
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত ৫৪ বছর ধরে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগ সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, "তারা বাঙালি পরিচয় চাপিয়ে দিয়ে পাহাড়িদের সঙ্গে বিভক্তি তৈরি করেছে। এ বিভক্তি এখনো চলছে।"
তিনি আরও দাবি করেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে এবং জনগণের উন্নয়ন কাজে ব্যবহার করতে হবে।"
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এবং অন্যান্য নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত