বাংলাদেশ: কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা :

গাজীপুর, বাংলাদেশ – গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

 

সকালেই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়।

 

উদ্বোধন ও স্মৃতিচারণ :

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

 

অনুষ্ঠানের আহ্বায়ক সাবরিনা আজাদ ফারুকী, জান্নাতুল ফেরদৌসী, নাদিরা নাসির নিশি, শাহীনা বেগম, ও নাবিয়া নাসির নীলা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :

 

প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম

 

প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাবেক পরিচালক নুরুন নাহার বেগম

 

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন। একজন প্রাক্তন শিক্ষার্থী বলেন, “স্কুলজীবনের দিনগুলো এখনো হৃদয়ে গাঁথা। আজকের পুনর্মিলনী যেন আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে গেল।”

 

সংস্কৃতি ও সঙ্গীত পরিবেশনা :

 

দুপুরের বিরতির পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীতশিল্পী পথিক নবী তার ব্যান্ড নিয়ে সংগীত পরিবেশন করেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

 

প্রধান অতিথির বক্তব্য :

 

সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, “এমন আয়োজন ক্ষণে ক্ষণে হয় না। এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই বিদ্যালয়ের সরকারিকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

 

পুনর্মিলনীতে অংশ নেওয়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বলেন, এ আয়োজন তাদের জন্য স্মৃতিময় ও অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।