মোতালেব হোসেন:
বাংলাদেশ সরকার আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সম্ভাবনা কম বলে নিশ্চিত করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বাজার ব্যবস্থা ভোক্তা-বান্ধব থাকবে এবং মূল্য স্থিতিশীল থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
মেজর খাদ্যপণ্যগুলোর মজুত পর্যাপ্ত এবং কৃষি উৎপাদন আশানুরূপ হওয়ায়, আলু, পেঁয়াজ ও অন্যান্য শীতকালীন সবজির দাম স্থিতিশীল থাকবে। সরকার বর্তমানে বাজার ব্যবস্থাপনায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে যাতে রমজান মাসে কোনো সংকট সৃষ্টি না হয়।
মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার তসলিম শাহরিয়ার জানিয়েছেন, রমজান মাসে ভোজ্যতেল এবং চিনি সংকট হবে না কারণ দেশে যথেষ্ট মজুত রয়েছে। তিনি বলেন, "দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন, কিন্তু রমজান মাসে সাধারণত চাহিদা ৩ লাখ টন পর্যন্ত বেড়ে যায়, তবে আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে।"
এছাড়া, বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশন (বিটিটিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে, যা ভোক্তাদের জন্য ইতিবাচক সঙ্কেত। সয়াবিন তেলের দাম এক মাস আগে প্রতি টন ৯৮৯ ডলার ছিল, যা এখনো একই দামে রয়েছে।
এদিকে, আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ায় খুচরা বাজারে আলুর দাম কমছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জানিয়েছেন, "চাহিদার তুলনায় আলু উৎপাদন বেশি হওয়ায়, কৃষক পর্যায়ে আলু বর্তমানে প্রতি কেজি ১০ টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে।"
সরকারের একাধিক বৈঠক এবং কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করছে যে রমজান মাসে দেশের কাঁচাবাজারে সরবরাহ কোনোভাবেই বিঘ্নিত হবে না। ফলে, ভোক্তাদের জন্য খাদ্য নিরাপত্তা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত