ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদঁ) এলাকায় শুক্রবার ভোরে গুলি করে হত্যা করা হয়েছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪০)। তিনি স্থানীয় একটি ইট-বালু-সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
ঘটনার বিবরণ:
শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মামুন হোসাইনকে তার বাসা থেকে ডেকে নিয়ে ফতুল্লা পূর্ব লালপুর এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান "মা-বাবার দোয়া"র সামনে গুলি করে হত্যা করা হয়। নিহত মামুনের পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই ছেলে আক্তার ও সুমন এ হত্যাকাণ্ডে জড়িত। বেশ কয়েক মাস ধরে তারা মামুনকে হুমকি দিয়ে আসছিলেন।
পরিবারের বিবৃতি:
মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন-সংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নিয়ে আসে। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ঘাতকরা। আমজাদ আরো জানান, গুলির শব্দ শুনে তিনি বাসা থেকে বের হয়ে দেখতে পান, মামুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রতিক্রিয়া:
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করার জন্য পুলিশ একাধিক টিম কাজ করছে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত