এইচ এম জুবায়ের :
বাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের তিন সদস্য—এমরান হোসেন (২৮), মো. সোহাগ (৩৯) ও মো. আসিফ (২৩)—কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান :
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি সংঘবদ্ধ চক্র বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচার করছে। তারা চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে মুখপোড়া হনুমান সংগ্রহ করে ঢাকার মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল।
ডিবি-ওয়ারী বিভাগের একটি দল ওই তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে হনুমানগুলো উদ্ধার করে এবং পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতে সাজা :
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড)।
মো. সোহাগকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মো. আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
উদ্ধারকৃত হনুমানদের ভবিষ্যৎ :
উদ্ধারকৃত মুখপোড়া হনুমানগুলোকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে (ঢাকা) হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বন্যপ্রাণী পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের উদ্ধার অভিযান এই অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত