মোতালেব হোসেন :
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
কেন আটক করা হলো?
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানা সাবা ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে একই অভিযোগে আরও এক অভিনেত্রী, মেহের আফরোজ শাওনকে, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, "শাওনের পর থেকে সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। কিছু সময় আগে তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।"
শিল্পী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা :
সোহানা সাবা বাংলাদেশে আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কী ধরনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
আটকের প্রেক্ষাপট :
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এর আগে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে মিডিয়া ও বিনোদন জগতের ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নজর কেড়েছে।
ডিবি বলছে, সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ শিগগির জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত