ফকিরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ আব্দুল্লাহ সরদার ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ফকিরহাট, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সুরাইয়া শারমিন দৃষ্টি (৩৩) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইলের সাইদুর রহমান (৩৫), ফকিরহাটের মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (৩২) এবং শহিদুর রহমান (৪৫)। পুলিশ জানায়, দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কী ঘটেছিল? ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, নিহত সুরাইয়া শারমিন দৃষ্টির সঙ্গে প্রধান অভিযুক্ত সাইদুর রহমানের পরকীয়া সম্পর্ক ছিল। গত ৩১ জানুয়ারি দৃষ্টি তার পূর্বের স্বামীকে ছেড়ে সাইদুর রহমানকে বিয়ে করতে ফকিরহাটের জয়পুর এলাকায় বান্ধবীর স্বামীর বাড়িতে যান। সেখানে সাইদুরও উপস্থিত ছিলেন। পুলিশের ভাষ্যমতে, ওই রাত ১১টার দিকে দৃষ্টিকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন সাইদুর রহমান। পরে আজিজুর রহমান নয়ন ও শহিদুর রহমানের সহযোগিতায় মরদেহ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেওয়া হয়। মরদেহ উদ্ধারের পর তদন্ত গত ৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয়দের মাধ্যমে জয়পুরের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে শরীরে ইট বাঁধা অবস্থায় দৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মা সবেজান বেগম বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩, তারিখ: ০৪/০২/২০২৫)। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নড়াইল থেকে সাইদুর রহমানকে এবং অন্য দুজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। SHARES আইনশৃঙ্খলা বিষয়: