সামাজিক সংগঠন আগুয়ান ৭১-এর বিরুদ্ধে অপপ্রচারের দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ এনামুল হক এনাম স্টাফ রিপোর্টার : খুলনায় আগুয়ান ৭১ কর্তৃক নাগরিক কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত বিবরণ: খুলনার একুশে বইমেলায় দেওয়াল লিখনিকে কেন্দ্র করে সামাজিক সংগঠন আগুয়ান ৭১ ও খুলনা নাগরিক কমিটির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। নাগরিক কমিটির দাবি, তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। মূল প্রতিবেদন: খুলনার একুশে বইমেলায় এক দেওয়ালে অশ্লীল চিত্র ও ব্যঙ্গাত্মক শব্দ লিখে দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এই লিখনির প্রতিবাদ করায় শাহাদাত বাবুল নামে এক ব্যক্তি আগুয়ান ৭১-এর সদস্যদের দ্বারা লাঞ্ছিত হন। পরবর্তীতে খুলনা নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে। তবে রাত ১১টার দিকে আগুয়ান ৭১ সংগঠনের পক্ষ থেকে নাগরিক কমিটির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। নাগরিক কমিটির প্রতিক্রিয়া: সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে শাহাদাত বাবুল বলেন— “খুলনা নাগরিক কমিটি দেশের জন্য আত্মত্যাগী যোদ্ধাদের নিয়ে গঠিত। তাদের বিরুদ্ধে অপপ্রচার মানে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা।” তিনি আরও বলেন— “জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। তাদের হেয় প্রতিপন্ন করা হলে সেটা অভ্যুত্থানকে ছোট করার শামিল। দেশের জনগণ এমন অপপ্রচার মেনে নেবে না।” পরবর্তী পদক্ষেপ: খুলনা নাগরিক কমিটি প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, এই অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং বইমেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হোক। SHARES জাতীয় বিষয়: