জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ
সংক্ষিপ্ত বিবরণ:
কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় চারটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন:
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সদরের চারটি ইটভাটা বন্ধ করে দেয়।
বিরোধপূর্ণ ইটভাটাগুলো হলো—
মেসার্স এস এস ব্রিকস
মেসার্স এম জে এইচ ব্রিকস
মেসার্স জি এ ব্রিকস-১
মেসার্স জি এ ব্রিকস-২
এই ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে জানানো হয়। মোবাইল কোর্টের মাধ্যমে কিলন স্কেভেটার ব্যবহার করে ইটভাটাগুলোর কার্যক্রম ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।
প্রশাসনের বক্তব্য:
অভিযানে উপস্থিত কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ জানান—
"পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন—
"পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালিত হতে পারবে না। বায়ুদূষণ রোধে আমরা কঠোর অবস্থানে আছি এবং নিয়মিত অভিযান পরিচালিত হবে।"
প্রতিক্রিয়া:
এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে ইটভাটায় কর্মরত শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও রয়েছে।
পরবর্তী পদক্ষেপ:
প্রশাসন জানিয়েছে, কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত