ক্রাইম রিপোর্টার: মো. রাজিব খান
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরার বিসিক এলাকায় আজ, ৫ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৩০ মিনিটে সংবাদ সম্মেলন করেছেন ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান। তিনি তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদকে তীব্র নিন্দা জানিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান।
শাকিলুর রহমান অভিযোগ করেন, খড়খড়ি বাইপাস হাটের ইজারাকে কেন্দ্র করে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর খড়খড়ি হাটে টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিনি বলেন, "আমরা নিয়মতান্ত্রিকভাবে টেন্ডার ড্রপ করতে গিয়েছিলাম। কিন্তু উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখে আমরা টেন্ডার ড্রপ না করেই ফিরে আসি। এরপরও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে কিছু পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।"
ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান বলেন, "আমার বিরুদ্ধে এই অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। যারা এসব কাজ করছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মানহানির মামলা দায়ের করা হবে।"
তিনি সাংবাদিকদের অনুরোধ জানান, "যে সকল মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করুন।"
রাজশাহীর হাট ইজারা ও টেন্ডার প্রক্রিয়ায় উত্তেজনার ঘটনা নতুন নয়। তবে শাকিলুর রহমানের বক্তব্য থেকে বোঝা যায়, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বা ষড়যন্ত্রকারী গোষ্ঠী হেয় করার উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে।
বিশ্লেষণ
সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের ঘটনাগুলোর সত্যতা যাচাই করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের বক্তব্য জনসচেতনতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত