শিক্ষিকার রহস্যজনক মৃত্যু, হত্যাকাণ্ড নাকি অন্য কিছু? দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ নিজস্ব প্রতিবেদ বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদরাসা শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কি ঘটেছিল? পুলিশ জানায়, নিহত সুমাইয়া আক্তার ঘিওর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষিকা ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন। তাদের তিন ছেলে মাদরাসায় পড়ে। নিহতের স্বামী মোস্তাক আহমেদ বলেন, “আমি রাতে পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।” পুলিশ কী বলছে? ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।” বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের প্রতিক্রিয়া নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, “এমন নৃশংস হত্যাকাণ্ড আমাদের এলাকায় আগে ঘটেনি। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।” পরবর্তী পদক্ষেপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী এবং ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত চলছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। SHARES আইন আদালত বিষয়: