অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :
টাঙ্গাইল সদর উপজেলায় পাকুল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থীরা পেল তাদের নিজ নিজ রক্তের গ্রুপ।
এসো মিশে যাই অন্যের হ্দ স্পন্দনে এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্ত দান সংগঠন আমরা’ টাঙ্গাইল এর আয়োজনে রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে।
এতে ৭শতাধিক শিক্ষার্থীরা তাদের নিজ-নিজ রক্তের গ্রুপ নির্নয়ের সুযোগ পায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদানে আমরা টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন- পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো খোরশেদ আলম, সদর থানা বিএনপি সহ-সভাপতি সোরহাব আলী মাস্টার, সিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ খানসহ সকল স্বেচ্ছাসেবীবৃন্দ।
এ সময় আয়োজকরা বলেন, মানব সেবাই এই সংগঠনটির মুল লক্ষ্য।
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ এবং ওষুধ বিতরণ করে থাকি।
এতে বিভিন্ন ইউনিয়নে অসহায় হতদরিদ্র মাঝে এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ বিতরণসহ চিকিৎসার বিভিন্ন কার্যক্রমও করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত