নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৩ জন আ’লীগ নেতা গ্রেফতার হয়েছেন। ৩ জানুয়ারি রাতে নাগেশ্বরী থানা পুলিশ এই গ্রেফতার অভিযান চালায়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০), পিতা: মৃত হাসেম আলী, মো. আইয়ুব আলী (৪২), পিতা: আমজাদ হোসেন,
মো. আমিনুর রহমান (৩৯), পিতা: মৃত জহুরুল হক।

তিনজনই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়ার ভিটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা নং ১/১৮ অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো: রেজাউল করিম (রেজা) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,আজ তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হবে।