মো: কামরুজ্জামান মোল্লা, বিশেষ প্রতিনিধি, শেরপুর
শেরপুর সদর থানার আয়োজনে "বিট পুলিশিং সফল করি—অপরাধমুক্ত সমাজ গড়ি" স্লোগানে নিউ মার্কেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব এই সভায় শেরপুর সদর থানা এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সংবাদকর্মী ও সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম। সভাপতিত্ব করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম।
মতবিনিময় সভায় নিউ মার্কেটের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এ ছাড়া উপস্থিত সাধারণ মানুষ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত তাদের উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আশ্বস্ত করেন যে, তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, ইভটিজিংসহ সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, "শেরপুর শহরকে আমরা একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই।"
সভায় অপরাধ দমন ও নাগরিক সেবার মান উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত