রাজউকের পরিদর্শক সোলাইমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

রাজধানীর মহাখালীতে রাজউকের জোনাল অফিসের পরিদর্শক সোলাইমান হোসেনের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা এবং মারধরের অভিযোগে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার সাংবাদিক মাহতাবুর রহমান ও তার টিম রাজউক কর্মকর্তাদের দুর্নীতি এবং অনিয়ম নিয়ে বক্তব্য নিতে মহাখালী জোনাল অফিসে যান। অভিযোগ উঠেছে, ইমারত পরিদর্শক সোলায়মান হোসেন ও তার সহযোগী আবুল কালাম আজাদ সাংবাদিকদের জোর করে অফিসে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা:

  • মাহতাবুর রহমান (সাপ্তাহিক রিপোর্টিং)
  • শাহ আলম (দৈনিক আমার সময়)
  • হান্নান (দৈনিক নতুন দিন)
  • মোঃ মহিবুল্লাহ (সাপ্তাহিক রিপোর্টিং)

সাংবাদিকদের দাবি, সোলায়মান তার ড্রয়ার থেকে একটি হাতুড়ি বের করে তাদের আঘাত করেন এবং তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।


সাংবাদিকদের বক্তব্য

সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার সাংবাদিক মাহতাবুর রহমান বলেন,
“সোলায়মানের দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কারণে তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করেছেন।”

দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ আলম মন্তব্য করেন,
“এ ধরনের হামলা সরকারের ফ্যাসিবাদী শক্তিরই প্রতিফলন। দ্রুত বিচার না হলে আমরা উচ্চ আদালতে যাব।”


রাজউকের বিরুদ্ধে অভিযোগ

সোলায়মান হোসেনের বিরুদ্ধে আগেও ঘুষ বাণিজ্য, নোটিশের মাধ্যমে চাঁদাবাজি এবং অবৈধ উপার্জনের অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও রাজউক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।


দাবি ও পরিণতি

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সোলায়মানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রাজউক কর্তৃপক্ষের নিরবতা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।