রাজশাহীর পবা উপজেলা চত্বরে টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, ফাঁকা গুলি, এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টেন্ডারের কাগজপত্র লুট হয়ে যাওয়ার পাশাপাশি একজন যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স ভেঙে জমা থাকা দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরপত্র জমাদানের শেষ সময়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এতে ছুরিকাঘাতে আহত হন যুবদল নেতা শাকিলুর রহমান রন (৪২)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন,
“দরপত্র জমাদানের সময় দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ সংঘর্ষ ঘটে। ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনার পর টেন্ডার বাক্স ভেঙে দরপত্র লুট করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ইজারা প্রক্রিয়া বাতিল হবে না। পরবর্তী দরপত্র জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ও ৭ এপ্রিল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন,
“বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ককটেল বিস্ফোরণ ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে মামলা করা হবে।”
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন,
“প্রাথমিকভাবে জানা গেছে, হাট ইজারা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তদন্ত চলমান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত