প্রতিবেদন: হেলাল শেখ :
ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কী ঘটেছে? :
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মরদেহগুলো উত্তোলন করা হয়। পুলিশের মতে, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
কারা নিহত হয়েছিলেন? :
মরদেহগুলোর মধ্যে রয়েছেন:
জাহিদুল ইসলাম সাগর – চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন
আশরাফুল ইসলাম – পবনারটেক কবরস্থান থেকে উত্তোলন
আবুল হোসেন ও এক অজ্ঞাত ব্যক্তি – বগাবাড়ী আমবাগান কবরস্থান থেকে উত্তোলন
নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রশাসনের বক্তব্য :
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, "বিজ্ঞ আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে লাশ উত্তোলনের কাজ পরিচালনা করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত