বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা স্কুলপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে ভুক্তভোগী ওই পরিবারকে প্রাথমিক সহযোগিতা প্রদান করেন তিনি । গত শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই বসতবাড়ি। বাড়ির ৬টি কক্ষের আসবাবপত্র, টাকা-পয়সা, জরুরী কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী ফায়ার সার্ভিসের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ও মৌখিক অভিযোগ করেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত