রাজশাহী মহানগর ও জেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

 

আরিফ, স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহী শহরে নতুন করে বিএনপির মহানগর ও জেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে সোনাদীঘির মোড়ে দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে। এসব অধিকার ফিরিয়ে আনতে, আমরা জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমাদের আন্দোলন তখনই থামবে, যখন এসব অধিকার সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হবে।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।