ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ময়মনসিংহের ভালুকার এক ব্যবসায়ী। এ ঘটনায় শনিবার দুপুরে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন (৩৫)।
পাওনা টাকা নিয়ে বিরোধ :
অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর ব্যবসায়ী মো. শরিফ মাসুদের সঙ্গে মো. সাদ্দাম হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সায়েম এন্টারপ্রাইজ-এর মাধ্যমে গার্মেন্টস জুট ব্যবসা চলছিল। ভালুকার গ্লোরি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অ্যাপারেলস কোম্পানির মাধ্যমে শরিফ মাসুদ জুট ক্রয় করতেন।
লেনদেন চলাকালীন সময়ে শরিফ মাসুদের কাছে ৭৭ লাখ ৬০ হাজার ৮২৬ টাকা পাওনা হয়। তবে কিছুদিন পর তিনি লেনদেন বন্ধ করে দেন এবং বারবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করেন সাদ্দাম হোসেন।
হুমকির অভিযোগ :
২০২৪ সালের ২০ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভালুকা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে শরিফ মাসুদের সঙ্গে দেখা হলে সাদ্দাম হোসেন পাওনা টাকা দাবি করেন। তখন শরিফ মাসুদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় তিনি খুন-জখমের হুমকি দেন এবং স্পষ্ট জানান যে, তিনি টাকা পরিশোধ করবেন না।
অভিযুক্ত শরিফ মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজেরও কোনো উত্তর পাওয়া যায়নি।
পুলিশের প্রতিক্রিয়া :
ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন বলেন,
"আমি বৈধভাবে আমার পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হয়েছি। প্রশাসনের কাছে আমি ন্যায়বিচার এবং আমার পাওনা টাকা উদ্ধারের সহযোগিতা চাই।"
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান বলেন,
"এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত