স্টাফ রিপোর্টার : খন্দকার মেজবাউল ইসলাম
রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
বাগমারা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মোহনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক অডিটোরিয়ামে শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সংগঠিত করা।
অংশগ্রহণ ও বক্তব্য :
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহনা নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম। সাধারণ সম্পাদক ও আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান সভাটি পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. সরদার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আলোকনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলাম বাবু এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ।
সংগঠনের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা :
বক্তারা বলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর একত্রিত হওয়া স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। তারা গ্রামাঞ্চলে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এছাড়া, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান বক্তারা। সংগঠনটি স্থানীয় জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ :
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক কানন, কোষাধ্যক্ষ রায়হান উল ইসলাম এবং প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়া, বিভিন্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, গ্রাম্য চিকিৎসক ও সুধীজন সভায় অংশ নেন।
স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্যোগ :
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে মানসম্মত চিকিৎসা দিতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় জরুরি। তারা বেসরকারি হাসপাতালগুলোর জন্য নীতিমালা অনুসরণ করার ওপর জোর দেন।
এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়ে আলোচকরা বলেন, সঠিক স্বাস্থ্যনীতি অনুসরণ করা গেলে গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত