ফুলবাড়ীতে আন্দোলনে হামলার অভিযোগে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

জাহিদ খান, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারের বিবরণ :

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লা হেল বাকীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন:

 

আব্দুল্লা হেল বাকী – কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

খালেক জোয়াদ্দার – উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

প্রতাপ চক্রবর্তী – বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

কী বলছে পুলিশ?

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।”

 

তিনি আরও জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।