খুলনায় ২৫ গ্রাম গাঁজাসহ একজন আটক: কেএমপি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ মোহাম্মদ আব্দুল্লাহ্, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০২৫) রাতে খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নী এলাকা থেকে মোঃ আরিফ তালুকদার (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য : খালিশপুর থানার এক কর্মকর্তা জানান, “নগরীকে মাদকমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ তালুকদারকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।” স্থানীয়দের প্রতিক্রিয়া : মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা বিবিসিকে বলেন, “আমরা চাই, পুলিশ এমন অভিযান আরও বাড়াক। মাদকের কারণে অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে।” পরবর্তী ব্যবস্থা : পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদকের উৎস ও অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। SHARES আইনশৃঙ্খলা বিষয়: