জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিস উদ্বোধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫ নাজমুল আদনান : বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিস আজ (শুক্রবার) টাংগাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়, পৌরসুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে, যেখানে সকল মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। দীর্ঘ ১৫ বছর ধরে জামায়াতের অফিসগুলো বন্ধ রাখা হয়েছিল, উদ্দেশ্য ছিল আল কুরআনের প্রচার বন্ধ করা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের জনগণের প্রচেষ্টায় বিপ্লব সফল হয়েছে।” মাসুদ আরও বলেন, জামায়াত ও ইসলামি ছাত্রশিবির, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি জামায়াতের ক্ষমতায় আসার পর দেশে কোনো ভেদাভেদ না থাকলেও, হিন্দু ভাইদের আরো নিরাপদ থাকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন, এবং সেক্রেটারি সাইফুল ইসলাম সঞ্চালনা করেন। এছাড়া জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সখিপুর উপজেলা আমীর অধ্যাপক আল আমিন, শহর নায়েবে আমীর খন্দকার মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড সভাপতি সোহানুর রহমান শাহীনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে, শহর জামায়াতের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। SHARES সারা বাংলা বিষয়: