নিজস্ব প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম দাবি করেছেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম হবে এবং রাষ্ট্র কাঠামো পরিপূর্ণতা পাবে।’’
আজ (শুক্রবার) বিকেলে হাতিয়া উপজেলায় আয়োজিত এক জমকালো জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘এই ৩১ দফা শুধু রাজনৈতিক উন্নয়নের জন্য নয়, দেশের সমগ্র প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে।’’
হাতিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার :
নিজের এলাকায় উন্নয়ন প্রসঙ্গে ফজলুল আজিম বলেন, ‘‘হাতিয়ায় আমি যে অবদান রেখেছি, ভবিষ্যতে সুযোগ পেলে সেই ধারাবাহিকতা আরও দ্রুতগতিতে এগিয়ে নেব। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে আমি বিশেষ নজর দিব। সুখে-দুঃখে, হাতিয়াবাসীকে সবসময় পাশে পাবেন।’’
জনসভায় জমকালো উপস্থিতি এবং একাত্মতা :
নোয়াখালী জেলা বিএনপির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় এলাকার বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুল আজিমের বড় ছেলে ফারহান মোহাম্মদ আজিম।
এছাড়া, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই জনসভা হাতিয়ার জনগণের মধ্যে নতুন এক রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত