খুলনায় ইউসেপ এল.এ.চেইনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে ওয়াজেদ আলীর জয়

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

মদিনা মনোয়ারা, এন্ট্রাপ্রেনার কারেসপন্ডেন্ট:

খুলনায় ইউসেপ এল.এ.চেইনি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ এমএ মজিদ টেকনিক্যাল স্কুলের মধ্যকার ফাইনাল খেলায় টাইব্রেকারে ১-০ গোল ব্যবধানে জয় লাভ করেছে ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল।

সেরা খেলোয়াড় ও ম্যাচ পরিচালনা:
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলের সাকিব হাওলাদার। খেলার লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পিন্টু গাইন ও কামরুজ্জামান এবং রেফারির দায়িত্বে ছিলেন জনাব আলী আজম মিঠু।

বিশেষ অতিথির উপস্থিতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোসা. রোমানাই ইয়াসমিন এবং মো. আব্দুল মোমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোতোয়ালি থানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. বাবুল হোসেন হাওলাদার, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, খুলনা।

অন্যদের অংশগ্রহণ:
অনুষ্ঠানে ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন এমপ্লেয়ার্স কমিটির চেয়ারম্যান মো. ইশতিয়াক আহমেদ, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, এবং উদ্যোক্তা উন্নয়ন কমিটির সদস্য শামীমা সুলতানা শিলু, মদিনা মনোয়ারা, আলম চৌধুরী, মুক্তা জামান রাখি, এবং সঞ্চিতা রাণী দে।

উপস্থিতি ও ধারাভাষ্য:
ফুটবল টুর্নামেন্টে খুলনার ছয়টি কারিগরি বিদ্যালয়ের প্রশিক্ষকসহ প্রায় ৫০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধারাভাষ্য প্রদান করেন পরিতোষ কুমার দে, এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রিয়াঙ্কা দত্ত।

পরিকল্পনার ধারাবাহিকতা:
২০২২ সাল থেকে ইউসেপ খুলনা অঞ্চল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, দলগত দক্ষতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করছে।