শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ফরিদপুর
ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ফরহাদ মোল্লাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে হাতেম খার পাড়ার মরহুম হাকি মোল্লার পুকুর পাড়ে ঘটে বলে ধারণা করছে পুলিশ।
ফরহাদ মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পাচুরিয়া আন্ধারমানিক এলাকার বাসিন্দা। তিনি সাত্তার প্রামাণিকের ছেলে। জীবিকার তাগিদে ফরহাদ ফরিদপুরে রিকশা চালাতেন। এর আগে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। মাত্র এক বছর আগে ফরহাদ বিবাহবন্ধনে আবদ্ধ হন, এবং তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। সন্তানের মুখ দেখার আগেই তাকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো।
শুক্রবার সকালে স্থানীয় এক নারী হাকি মোল্লার পুকুর পাড়ে একটি মোবাইল ফোন কুড়িয়ে পান। ফোনে কল এলে সেটি ফরহাদের পরিবারের বলে নিশ্চিত হওয়া যায়। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ফরহাদের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন।
অনুসন্ধানের একপর্যায়ে কলাগাছের স্তূপের নিচে ফরহাদের নিথর দেহ পাওয়া যায়। তার গলায় দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার আলামত বলে নিশ্চিত করেছে পুলিশ।
কোতয়ালী থানার এসআই শক্তিপদ মৃধা জানান, “প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যার উদ্দেশ্য রিকশা ছিনতাই হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিআইডির ফরেনসিক টিম ঘটনাটি তদন্ত করছে।"
নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
একজন স্থানীয় ব্যক্তি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। অপরাধীদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।”
রিকশা চালক ফরহাদ মোল্লার নির্মম হত্যাকাণ্ড কেবল তার পরিবারকেই নয়, পুরো এলাকাকে শোকস্তব্ধ করেছে। পুলিশ অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে কাজ করছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী ও ফরহাদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত