সদরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মসজিদের ইমাম গ্রেফতার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

ফকির আল মামুন, ফরিদপুরঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে গ্রেফতার করেছে থানা পুলিশের উপ-পরিদর্শক কাজী মিনারুল। জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় এই ঘটনা ঘটে। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার মা ও এলাকাবাসী এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, আব্দুল আহাদ (৪২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ইমামতি করছেন। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণ করার পর অভিযুক্ত ইমাম পালিয়েছিলেন কিন্তু পলাতক ওই ইমামকে বৃহস্পতিবার মধ্য রাতে ফরিদপুর সদরের কোতোয়ালী থানার গজারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।