গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ এর নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) উপজেলার জামালপুর রাজ মোহন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দ এর সভাপতিত্বে পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদন খালেকুজ্জামান বাবলু।
বিদ্যালয়ের অফিস সহকারী শ্রী শোষন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন শেখ, সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, জামালপুর কলেজের সাবেক ভিপি শরীফ শেখ ও সাবেক জি এস মাসুদ বাগমার।
সভায় নবগঠিত কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান লাভলু, সদস্য সচিব জামালপুর আর এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দ, সাধারণ শিক্ষক সদস্য আছমা বেগম ও অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম মোড়লকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তাগণ বলেন, মনিরুজ্জামান খান লাভলু সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠের উন্নতির সম্ভাবনা বাড়বে বলেই আশা করা যায়, কারণ তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। কমিটি গঠন ও নেতৃত্বের পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী দুপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান লাভলুকে সভাপতি মনোনীত করে উপজেলার জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ পরিচালনা কমিটি অনুমোদন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত