কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে স্থানীয়দের মানববন্ধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) গুচ্ছগ্রাম এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। বক্তাদের দাবি মানববন্ধনে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুর আলী সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, ব্যাংকের সাবেক কর্মকর্তা শামসুল ইসলাম, আব্দুর রহমান লেবু ও রহিমা বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা জানান,“আমরা গত একবছর ধরে নদী ভাঙ্গন রোধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু আজও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘোগাদাহ ও যাত্রাপুর ইউনিয়নের অন্তত পাঁচশতাধিক বাড়ি, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল ভাঙ্গনের হুমকিতে রয়েছে। এমনকি শুষ্ক মৌসুমেও ভাঙ্গন থামছে না।” প্রশাসনের উদাসীনতার অভিযোগ বক্তারা প্রশাসনের উদাসীনতার কারণে ভুক্তভোগীদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। নদী ভাঙ্গনের ফলে প্রতিনিয়ত ভূমিহীন ও গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। বক্তারা দ্রুত এলাকা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। স্থায়ী সমাধানের প্রয়োজন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কুড়িগ্রামের জন্য দীর্ঘদিনের একটি সংকট। স্থানীয় বাসিন্দারা মনে করেন, স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। দ্রুত ব্যবস্থা না নিলে আরো অনেক পরিবার গৃহহীন হবে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। SHARES সারাদেশ বিষয়: