টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপার উঠান বৈঠক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

নাজমুল আদনান,ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার ধারিয়াল এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করে ঘাটাইল উপজেলা তথ্য আপা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান,তথ্যসেবা কর্মকর্তা নূসরাত জাহান সুমি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ, তথ্য সেবা সহকারী জোস্না খাতুন,জাকিয়া সুলতানা প্রমুখ।

উঠান বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, পরিবার পরিকল্পনা, ই-কমার্স, উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে অর্ধ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, পরিবার পরিকল্পনা, ই-কমার্স, উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়।