ইমরুল ইসলাম ইমন, স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত ৫৭তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। গত ২৮ জানুয়ারি খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
অংশগ্রহণকারী ও উদ্বোধনী বক্তব্য:
এই কোর্সে সদ্য প্রশিক্ষণ শেষ করা ১৪৮ জন টিআরসি অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন-“পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাসকে সামনে রেখে আপনাদের পেশাগত দায়িত্ব সততা, দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে পালন করতে হবে। দেশের মানুষের সেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও যোগ করেন,“স্মার্টফোনের অপব্যবহার, শৃঙ্খলাভঙ্গ এবং দায়িত্বে অবহেলা করা যাবে না। ভালো কাজের পুরস্কার যেমন আছে, তেমনই খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থাও বিদ্যমান।”
অনুষ্ঠানে উপস্থিতি:
অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মো. কুতুব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোর্সের উদ্দেশ্য:
এই ওরিয়েন্টেশন কোর্স টিআরসিদের দক্ষতা, শৃঙ্খলা এবং জনবান্ধব পুলিশিংয়ের মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত