তারেক রহমান: রাষ্ট্র মেরামতের ৩১ দফা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে
অনলাইন ডেক্স :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের পূর্বেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এ কর্মসূচি কেবল বিএনপির নয়, এটি জোটবদ্ধ দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা।
আজ (মঙ্গলবার) বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নেতাকর্মীদের জন্য আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় তিনি এ বক্তব্য দেন। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তার বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচার করা হয়।
৩১ দফার গুরুত্ব :
তারেক রহমান বলেন, ৩১ দফা কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এতে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে রাজনৈতিক বৈষম্য দূর হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও জাতিকে নতুন উচ্চতায় নেওয়ার জন্য এই পরিকল্পনা অপরিহার্য।
নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা :
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে:
নারীদের জন্য বিশেষ অর্থ সহায়তা কার্ড চালু করা হবে।
নদী খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে।
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছর ধরে নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে।
নেতাকর্মীদের প্রতি নির্দেশনা :
তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জনগণের পাশে থাকতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, চাঁদাবাজ ও লুটপাটকারীদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।
কর্মশালায় উপস্থিতি :
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে আয়োজিত কর্মশালায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কাজী আলাউদ্দীন, ইসমাইল জাবিউল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা এখন এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত