শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্র আহত, থানায় অভিযোগ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মুন্সী সুমন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের অগ্রদূত কোচিং সেন্টারের পরিচালক চিরঞ্জিত কুমার বিশ্বাসের ছোড়া ডাস্টারের আঘাতে মাহফিল মোস্তাক সামি (১৩) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের ঝিলটুলীর চৌরঙ্গীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামি ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক পড়ার সময় ছাত্রদের গল্প করার কারণে উত্তেজিত হয়ে ডাস্টার ছুড়ে মারেন। ডাস্টারটি সামির চোখের নিচে আঘাত করলে গুরুতর জখম হয়। সামিকে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারের অভিযোগ ছাত্রের বাবা মোস্তাক আহমেদ জানান, “শিক্ষক প্রথমে মিথ্যা বলেছেন যে ছেলেটি বেঞ্চ থেকে পড়ে গেছে। পরে আমরা ঘটনাটি জেনে থানায় অভিযোগ করেছি।” অভিযুক্ত শিক্ষকের প্রতিক্রিয়া কোচিং সেন্টারে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আগের অভিযোগ স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ উঠেছিল। পুলিশের বক্তব্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” SHARES অপরাধ বিষয়: