মো: আতিকুর রহমান, সিংড়া, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীত নিবারণের জন্য চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকালে চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অংশ নেন চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি কাহহার সিদ্দিক কামরুল। তিনি বলেন, "এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে।"
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সারদুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানী, বায়তুলমাল সম্পাদক হেলাল শেখ, চৌগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এস এম সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্যোগ :
কাহহার সিদ্দিক কামরুল বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করবে। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রতিবেদনটির মূল বিষয়বস্তু:
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি এলাকার গরিব-অসহায় মানুষদের জন্য অত্যন্ত উপকারি ছিল এবং এ ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতে চলমান রাখার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত