চুরি ও ছিনতাই হওয়া ৪৮টি মোবাইল ফোন উদ্ধারসহ চক্রের সদস্য গ্রেফতার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ ইকবাল হোসেন কামরাঙ্গীরচর : ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ অভিযানে চুরি ও ছিনতাই হওয়া ৪৮টি মোবাইল ফোন উদ্ধার এবং চোরাকারবারি চক্রের সদস্য মোঃ কাউছার (৩৭) গ্রেফতার হয়েছে। অভিযানের বিবরণ: গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালায়। সেন্টমার্টিন পরিবহন কাউন্টারের সামনে থেকে সন্দেহভাজন ইমরান ট্রাভেলসের একটি বাসে থাকা কাউছারকে আটক করা হয়। তার কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ৪৮টি চোরাই মোবাইল এবং দেহ তল্লাশিতে আরও দুটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের প্রাথমিক স্বীকারোক্তি: কাউছার জানায়, সে একটি বড় চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে পরিকল্পিতভাবে মোবাইল চুরি ও ছিনতাই করে। চুরি করা মোবাইল বরগুনা, পটুয়াখালী ও বরিশাল থেকে সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। চক্রের অন্য সদস্যরা: নূর ইসলাম, শরীফ, নয়ন, সবুজ, সাইফুল, স্বপন, মামুন, বাবুল, সুমন, জাহাঙ্গীরসহ আরও ২০-২২ জন অজ্ঞাত ব্যক্তি। পুলিশের পদক্ষেপ: গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। সামাজিক প্রতিক্রিয়া: পুলিশের এই সফল অভিযানে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং চক্রের অন্য সদস্যদের দ্রুত আটক করার আহ্বান জানিয়েছে। SHARES অপরাধ বিষয়: