কুষ্টিয়ায় নির্মাণশ্রমিক মঈন উদ্দীনের খুন হওয়া লাশ উদ্ধার, পুলিশ তদন্তে নেমেছে দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধলসা গ্রামে একটি পুকুর থেকে মঈন উদ্দীন (৩০) নামক এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের বিবরণ: মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে বাঘের পুকুরের মধ্যে মঈন উদ্দীনের লাশ পড়ে থাকতে দেখেন। তার মাথায় এলোপাতাড়ি আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তারা মিরপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরিবারের বিবৃতি: মঈন উদ্দীনের পরিবার জানায়, তিনি সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তী সময়ে, পরিবারের সদস্যরা জানতে পারেন যে, তার লাশ মাঠে পড়ে রয়েছে। পুলিশের মন্তব্য: মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা শাখা তদন্ত করছে।’’ তিনি আরও জানান, ‘‘লাশটি সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’’ হত্যাকাণ্ডের তদন্ত: পুলিশ হত্যামামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। SHARES অপরাধ বিষয়: