অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই: সোনারগাঁওয়ে লাশ উদ্ধার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ নারায়ণগঞ্জ প্রতিনিধ : ঘটনার বিবরণ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দির দাড়িকান্দি এলাকায় অটোরিকশা চালক নয়ন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। নিহতের পরিচয়: নিহত নয়ন মিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মরহুম জয়নাল আবেদীন মিয়ার ছেলে। তিনি সোনারগাঁওয়ের সাদিপুর এলাকার বেলদী গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় ও স্থান: সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়ন মিয়া বাসা থেকে তার অটোরিকশা নিয়ে বের হয়ে যান, কিন্তু আর ফিরে আসেননি। আজ সকালে স্থানীয়রা দাড়িকান্দি ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশের কার্যক্রম: বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে। প্রাথমিক তদন্ত: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নয়ন মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। SHARES অপরাধ বিষয়: