
মোহাম্মদ মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি,:
আজ, ২৮ জানুয়ারি ২০২৫, খুলনা প্রেসক্লাবে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি:
কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান।
বিশেষ অতিথি:
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, এ অঞ্চলের মা-মাটি মানুষের অনুপ্রেরণা প্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল।
কর্মশালায় আলোচনা:
এ কর্মশালায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই উদ্যোগ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।