ফরিদপুর (শরিফুল ইসলাম):
ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর শহরের নিউ স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের স্টার কাবাব কনফারেন্স হলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত ছিলেন:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি মুফতী মোস্তফা কামাল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ:
সভাপতি: মাওলানা কামাল বেপারি
সহ-সভাপতি: মাওলানা মোফাজ্জল হোসেন
সাধারণ সম্পাদক: মুফতী আব্দুল জামি আজম
বক্তব্যে উল্লেখযোগ্য বিষয়:
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জেএম সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তারা নবগঠিত কমিটির কার্যক্রমে সাফল্য কামনা করে বলেন, এই কমিটি ইসলামী আন্দোলনকে আরও গতিশীল ও সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
ফরিদপুরে ইসলামী আন্দোলন শক্তিশালী করার অঙ্গীকার:
বক্তারা একত্রিত হয়ে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। "আদর্শবাদী যুবকরা জাগলেই, বাংলাদেশ জাগবে"—এই মন্ত্রে তারা নবগঠিত কমিটির যাত্রা শুরু করেছে, যা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত