বিশেষ প্রতিনিধি, খুলনা
ঘটনা:
খুলনায় কেএমপি ডিবি পুলিশের অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত @হোয়াইট (৪৪) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত:
কাজী ইয়াসির আরাফাত খুলনার খালীশপুর থানার বাসিন্দা এবং তার বাবা কাজী খেলাফত হোসেন।
পুলিশের বক্তব্য:
কেএমপি ডিবি পুলিশের ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম এবং র্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে কাজী ইয়াসির আরাফাত @হোয়াইটকে ফরিদপুরের চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালীশপুর থানায় একাধিক মামলা রয়েছে।
অপরাধ ও কার্যকলাপ:
কাজী ইয়াসির আরাফাত @হোয়াইট কেএমপি'র তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
পরবর্তী পদক্ষেপ:
খুলনা মেট্রোপলিটন পুলিশ তার অপরাধ তদন্তের মাধ্যমে আরও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত