ইকবাল হোসেন,কামরাঙ্গীরচর প্রতিনিধি:
রাজধানীর চকবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এবং চকবাজার থানা পুলিশ।
১. মোঃ হুমায়ুন কবির (২৮)
২. মোঃ আরিফুল ইসলাম (৪০)
৩. আনোয়ার হোসেন খোকন (৪৮)
৪. মোঃ শাহাবুদ্দিন (৪৫)
৫. মোঃ নাজমুল আলম উজ্জ্বল (৩৬)
৬. মোঃ সুমন (২৬)
গত ২৬ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পশ্চিম ইসলামবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ কবির হোসেন ও মোঃ ইলিয়াছ সরদারের ভাড়া করা একটি বাসা থেকে ৪০ বস্তা (৪০ মণ) নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য দুই লক্ষ ৬৮ হাজার ৭০৩ টাকা।
জব্দকৃত পলিথিন পরিবহনের সময় ১৫০-২০০ জন ব্যক্তি লাঠি, ইট, এবং লোহার রড নিয়ে পথরোধ করে। তারা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মোঃ শওকত আলীকে মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা পিকআপে থাকা পলিথিন ছিনিয়ে নিয়ে যায় এবং পিকআপটি ভাঙচুর করে। আহত শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোতাহের হোসেন চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ছয়জন ছাড়াও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়।
মামলার ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২৭ ও ২৮ জানুয়ারি চকবাজার থানাধীন বিভিন্ন স্থানে থেকে ছয়জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পরিবেশ অধিদপ্তরের অভিযান ও নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর পলিথিন কারখানার বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত